পরশুরাম পৌরনির্বাচন

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মেয়র-কাউন্সিলর সবাই

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ফেনীর পরশুরাম পৌরসভায় মেয়র ও সকল কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সকল পদে আওয়ামী লীগ একক মনোনয়নপত্র জমা দেয়ায় সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এদিকে পরশুরাম উপজেলা বিএনপি নানা অভিযোগ তুলে পৌরনির্বাচনে অংশ না নিয়ে এ নির্বাচনকে বয়কটের ঘোষণা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রবিবার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীসহ ৯ কাউন্সিলর ও ৩ জন মহিলা কাউন্সিলর একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময়ে জমাকৃত মনোনয়নপত্রে কোন পদেই একাধিক প্রার্থী ছিলেন না। 

মনোনয়ন জমাকারী প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান, ২ নম্বর ওয়ার্ডে খুরশিদ আলম, ৩ নম্বর ওয়ার্ডে আবু তাহের (বাঘা মেম্বার) ৪ নম্বর ওয়ার্ডে আবদুল মান্নান , ৫ নম্বর ওয়ার্ডে এনামুল হক এনাম, ৬ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে নিজাম উদ্দিন চৌধুরী সুমন, ৮ নম্বর ওয়ার্ডে রাসুল আহাম্মেদ মজুমদার স্বপন, ৯ নম্বর ওয়ার্ডে আবু শাহাদাত চৌধুরী লিটন, সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডে আফরোজা আক্তার ৪,৫,৬, নম্বর ওয়ার্ডে রাহেলা আক্তার ৭,৮, ৯ ওয়ার্ডে হালিমা আক্তার একক প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 

এদিকে বিএনপির পরশুরাম উপজেলা আহ্বায়ক আবদুল হালিম মানিক ও সদস্য সচিব ইব্রাহীম খলিল মনি স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি ধামকি অব্যাহত রেখেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এমতাবস্থায় নির্বাচনী পরিবেশ না থাকায় ভোটে অংশ না নিয়ে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি। যার কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। 

স্থানীয়রা জানায়, পৌরসভায় টানা দুবার নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী মেয়রের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবার তিনি হ্যাট্টিক করবেন। 

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী জানান, পরশুরাম পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে সকল ক্ষেত্রেই একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

তফসিল এ পৌরসভায় অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি নির্ধারিত আছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন