চলছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ফিচার প্রতিবেদক

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগান সামনে রেখে শুরু হয়েছে নয় দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর। বছর উৎসবটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।

১৬ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাবন্ধিক গবেষক মফিদুল হক, নাট্যজন হামিদ, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা।

এদিন উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় সুজান্না লিনডন নির্মিত স্প্রিং ব্লোসম বছর উৎসবে বাংলাদেশসহ ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১০৭, স্বল্পদৈর্ঘ্য স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১২০। বাংলাদেশের চলচ্চিত্র আছে ৪১টি, যার মধ্যে ৩৩টি স্বল্পদৈর্ঘ্য স্বাধীন এবং আটটি পূর্ণদৈর্ঘ্য। এর আগে উৎসবের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাতে ১৪ জানুয়ারি সংবাদ সম্মেলনে রেইনবো চলচ্চিত্র সংসদ জানায়, উৎসবে এবারই প্রথম সংযুক্ত হচ্ছে লিজেন্ডারি লিডারস হু চেঞ্জড দ্য ওয়ার্ল্ড এবং ট্রিবিউট নামে আরো দুটি নতুন বিভাগ। লিজেন্ডারি লিডারস হু চেঞ্জড দ্য ওয়ার্ল্ড বিভাগে দেখানো হবে বিশ্বনেতাদের নিয়ে নির্মিত ছবি এবং ট্রিবিউট শাখায় দেখানো হবে সত্যজিৎ রায়ের সাতটি ছবি।


চলচ্চিত্র প্রদর্শনীর স্থান: জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার (মুক্তমঞ্চ), বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্স।

উৎসবে দেশীয় যে আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে: পারভেজ আমিনের জোয়ার, মৃত্তিকা গুণের কালো মেঘের ভেলা, আফজাল হোসেনের সুবর্ণ রেখা, মাসুদ হাসান উজ্জ্বলের ঊনপঞ্চাশ বাতাস শেখ আল মামুনের হোয়াই নট, রফিকুল আনোয়ার রাসেলের মেন্ডোলিন ইন এক্সাইল, সাদাত হোসেনের গহীনের গান, ফাখরুল আরেফীনের গণ্ডি

ট্রিবিউট: সত্যজিৎ রায় ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ২০ জানুয়ারি বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে। সত্যজিৎ রায়: জাতীয় বৈশ্বিক শিরোনামের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাবন্ধিক গবেষক মফিদুল হক। সেমিনারে আসাদুজ্জামান নূর এমপির সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, ধৃতিমান চ্যাটার্জী, বিচারপতি রিফাত আহমেদ চলচ্চিত্র সমালোচক মঈনুদ্দীন খালেদ।

রেইনবো চলচ্চিত্র সংসদ ১৯৭৭ সাল থেকে বাংলাদেশে সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শন আন্তর্জাতিক পরিবেশনার কাজ করে আসছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন