আরব আমিরাতে ওয়ান্ডার উইম্যান টেনেটকে পেছনে ফেলেছে মাস্টার

ফিচার ডেস্ক

১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে লোকেশ কানাগরাজ পরিচালিত তামিল অ্যাকশন থ্রিলার মাস্টার। মহামারীকে পেছনে ফেলে ভারত বিদেশের বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। তামিল ইন্ডাস্ট্রির বড় তারকা থালাপতিখ্যাত বিজয় বিজয় সেতুপথিকে দেখা গেছে ছবিতে।

মুক্তির তিনদিনের মধ্যে মাস্টার শুধু তামিলনাড়ুতেই আয় করেছে ৫০ কোটি রুপির বেশি। ঘোষণা এসেছে ছবির হিন্দি রিমেকের। শুধু ভারত নয় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্রে ছবিটি ভালো ব্যবসা করছে। কৌতূহলোদ্দীপক পরিস্থিতি দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে হলিউডের বড় ছবিগুলোর চেয়ে ভালো ব্যবসা করছে মাস্টার। গত শুক্রবার আরব অমিরাতে মাস্টারের আয়ের উল্লম্ফন ঘটেছে প্রায় দ্বিগুণ। মুক্তির কয়েক দিনের মধ্যেই ছবিটি আমিরাতে ১৪ লাখ মার্কিন ডলার আয় করেছে। এতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আয়ের হিসাব যুক্ত হয়নি। পর্যবেক্ষকরা বলছেন, আরব আমিরাতে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া হলিউডের আলোচিত ছবি ওয়ান্ডার উইম্যান নাইন্টিন এইটিফোর, টেনেট, মুলানের চেয়ে বক্স অফিসে ভালো করছে তামিল ছবি মাস্টার।

মাস্টারে দুই বিজয় ছাড়ায় অভিনয় করেছেন মালবিকা মোহনান, অর্জুন দাস, আন্দ্রেয়া জেরেমিয়াহ, শান্তনু ভাগ্যরাজ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন জেভিয়ার ব্রিতো, এসএস ললিত কুমার জগদীশ। মাস্টারের সংগীত নির্মাণ করেছেন অনিরুধ রবিচন্দর।

মাস্টার তামিল তারকা থালাপতি বিজয়ের ৬৪তম ছবি। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এটিই তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রথম বড় সাফল্য পাওয়া ছবি।

 

সূত্র: ডিএনএ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন