ইউক্রেনে গমের রফতানি মূল্যে চাঙ্গা ভাব অব্যাহত

বণিক বার্তা ডেস্ক

কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে বাড়তির দিকে ছিল রফতানিযোগ্য গমের দাম। সর্বশেষ সপ্তাহে তা আরো জোরালো হয়েছে। সময় প্রতি টন গমের রফতানি মূল্য সর্বোচ্চ ডলার বেড়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্মের এক নোটে বলা হয়েছে, ইউক্রেনের বাজারে সর্বশেষ সপ্তাহে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে রফতানিযোগ্য সাড়ে ১২ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন গম ২৮০-২৮৭ ডলারে বিক্রি হয়েছে। সময় সাড়ে ১১ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন গমের রফতানি মূল্য ছিল ২৭৮-২৮৫ ডলার। দুই গ্রেডের গমের দাম আগের সপ্তাহের তুলনায় টনে সর্বোচ্চ ডলার বেড়েছে।

অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির লাগাম টানতে রফতানি শুল্ক বাড়ানো এবং রফতানিতে কোটা বেঁধে দেয়ার কারণে রাশিয়ায় গমের দাম চাঙ্গা হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে ইউক্রেনের বাজারেও। একই সঙ্গে বৈশ্বিক উৎপাদন হ্রাসের সম্ভাবনা কৃষিপণ্যটির রফতানি মূল্য বাড়াতে প্রভাবক হিসেবে কাজ করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন