আইটেল ভিশন ২

দেশের গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে ডট-নচ ডিসপ্লের ফোরজি সমর্থিত ভিশন স্মার্টফোন উন্মোচন করেছে আইটেল বাংলাদেশ। ট্রিপল রিয়ার ক্যামেরা সংবলিত ডিভাইসটির গিগাবাইট র‍্যাম  ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণের দাম হাজার ৯৯০ টাকা। শক্তিশালী অক্টা-কোর প্রসেসর সংবলিত ডিভাইসটির বিভিন্ন ফিচার স্পেসিফিকেশন নিয়ে আজকের আয়োজন

কাঠামো : প্লাস্টিকের তৈরি ডিভাইসটির স্ক্রিন-টু-বডি রেশিও ৯০ শতাংশ

নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, এইচএসপিএ, এলটিই

সিম : ডুয়াল ন্যানো (ডুয়াল স্ট্যান্ডবাই)

ডিসপ্লে : দশমিক ইঞ্চি এইচডি প্লাস ডট নচ

ডিসপ্লে রেজল্যুশন : ৭২০ী১০৮০ পিক্সেল

ওএস : অ্যান্ড্রয়েড ১০

চিপসেট : অক্টা-কোর দশমিক গিগাহার্টজ

মেমোরি কার্ড : মাইক্রোএসডিএক্সসি

র‍্যাম  অভ্যন্তরীণ স্টোরেজ : গিগাবাইট র‍্যাম সংস্করণ ৩২ গিগাবাইট ভিন্ন অনবোর্ড স্টোরেজ সুবিধাসহ

রিয়ার ক্যামেরা : ১৩, . মেগাপিক্সেলের ট্রিপল

ফ্রন্ট ক্যামেরা : মেগাপিক্সেল

সেন্সর : রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকসেলেরোমিটার, প্রোক্সিমিটি, কম্পাস

কানেক্টিভিটি : ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, হটস্পট

ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন