ভারত-জাপানের সঙ্গে বন্দর চুক্তি পুনরুজ্জীবন শ্রীলংকার

বণিক বার্তা ডেস্ক

কলম্বোয় গভীর সমুদ্রে ভারত জাপানি বিনিয়োগ সহায়তায় টার্মিনাল তৈরির প্রকল্প পুনরুজ্জীবিত করার ঘোষাণা দিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে। প্রকল্পটি চীন পরিচালিত বিতর্কিত ৫০ কোটি ডলারের কনটেইনার জেটির পাশে হওয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে শ্রীলংকার করা এই ত্রিপক্ষীয় চুক্তিটি স্থগিত ছিল দেশটির শ্রমিক সংগঠনের প্রতিবাদের কারণে। কিন্তু এবার রাজাপাকশে জানান, ইস্ট কনটেইনার টার্মিনালের (ইসিটি) বিকাশের কাজ অব্যাহত থাকবে। খবর এএফপি।

রাজাপাকশের দপ্তর থেকে বলা হয়েছে, আঞ্চলিক ভূরাজনৈতিক উদ্বেগগুলো পর্যালোচনা করার পরই এই অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে একই বন্দরে চীনের ভূমিকা নিয়ে ভারতের সন্দেহের বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

বিকশিত হতে যাওয়া টার্মিনালের ৫১ শতাংশ মালিকানা থাকবে শ্রীলংকান সরকারের এবং বাকি ৪৯ শতাংশ থাকবে ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপ, জাপানসহ অন্য অংশীদারদের।

২০১৯ সালের মে মাসে শ্রীলংকা, ভারত জাপানের সঙ্গে ইসিটি বিকাশের জন্য রাষ্ট্র পরিচালিত লংকান বন্দর কর্তৃপক্ষ (এসএলপিএ) একটি সহযোগিতা স্মারকে স্বাক্ষর করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন