ঢাকায় করোনা পজেটিভ উইন্ডিজ লেগ স্পিনার ওয়ালশ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় এসে প্রথমবার কভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের লেগ স্পিনার হেইডেন ওয়ালশ। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে করোনার হাত থেকে বাঁচাতে পারেননি। পরপর দুবারের পরীক্ষায় পজেটিভ আসলেন এই তরুণ ক্রিকেটার। এর ফলে ওয়ানডে দলের সম্ভাব্য এই মুখটিকে সিরিজে আর দেখা যাবে না। শুক্রবার এক বিবৃতিতে উইন্ডিজ ক্রিকেট দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ সংবাদ।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষায় পজেটিভ আসলেও ওয়ালশের শরীরে করোনার কোন উপসর্গ নেই। কিন্তু নিয়ম মেনে এখন তাকে সেলফ-আইসোলেশনে থাকতে হবে।

এর আগে ঢাকায় এসে প্রথমবারের টেস্টে নেগেটিভ এসেছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু দ্বিতীয়বার  টেস্ট করালে তার শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। নিশ্চিত হওয়ার জন্য পুনরায় টেস্ট করালে সেবারও পজেটিভ আসে তার রিপোর্ট। করোনা আক্রান্ত হওয়ায় ওয়ানডে সিরিজে খেলা হবে না তার। পরপর দুবার নেগেটিভ না হওয়া পর্যন্ত বাকিদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে ওয়ালশকে।

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন