নকিয়া-মটোরোলার স্মার্টফোন তৈরি করবে ডিক্সন

বণিক বার্তা ডেস্ক

ইনটেক্স, লয়েড তোশিবাসহ টেলিভিশন সংস্থাগুলোর সঙ্গে চুক্তি ছাড়াও নকিয়া ব্র্যান্ডের হ্যান্ডসেট স্মার্ট টিভি তৈরির চুক্তি করেছে ডিক্সন টেকনোলজিস। ভারতের দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক সংস্থা এখন নকিয়া ফোন প্রস্তুতকারী এইচএমডি গ্লোবাল লেনোভোর মালিকানাধীন মটোরোলার ফোন সংযোজন শুরু করবে। খবর ইটি টেলিকম।

এর আগে গত বছর ডিক্সনের মালিকানাধীন প্যাডেজ ইলেকট্রনিক্স উত্তর প্রদেশের নয়দা কারখানায় এলজি স্মার্টফোনের সংযোজন শুরু করে।

এছাড়া নকিয়া, ইনটেক্স, লয়েড তোসিবাসহ বিভিন্ন ব্র্যান্ডের এলইডি টিভিগুলো ডিক্সন টেকনোলজিস রাজস্থানের চিত্তোর কারখানায় তৈরি করবে বলে জানিয়েছেন সংস্থাটির ঘনিষ্ঠ দুই কর্মকর্তা। এর মধ্য দিয়ে জাপানি ব্র্যান্ড তোশিবা প্রথমবারের মতো ভারতে টিভি উৎপাদন করতে যাচ্ছে। তোশিবা ভারতে টিভি তৈরির জন্য নয়দাভিত্তিক ভিডিওটেক্স ইন্টারন্যাশনালকেও যুক্ত করছে।

ডিক্সনের একজন নির্বাহী বলেন, চীনা ভিয়েতনামি জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতা করতে ডিক্সন প্রথম ভারতীয় ইলেকট্রনিক্স উৎপাদন পরিষেবা সংস্থা হওয়ার পথে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন