নৈতিকতা ও মূল্যবোধ না থাকলে সব শিক্ষাই অর্থহীন —শ ম রেজাউল করিম

বণিক বার্তা প্রতিনিধি, পিরোজপুর

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম বলেছেন, শিক্ষার্থীদের নৈতিকতা মূল্যবোধের শিক্ষা দিতে হবে। মনুষ্যত্বের কথা শেখাতে হবে। ভালো মানুষ হওয়ার রাস্তা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে তারা। সন্তানরা এখন সদা সত্য কথা বলা শেখে না। কারণ আদর্শলিপির শিক্ষা সন্তানরা এখন পাচ্ছে না। শুধু পুঁথিগত শিক্ষা নিলে হবে না। নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা নিতে হবে। যার নৈতিকতা মূল্যবোধের শিক্ষা থাকে না, তার সব শিক্ষাই অর্থহীন হয়ে যায়।

গতকাল পিরোজপুরের নেছারাবাদে সোহাগদল গণমান মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দক্ষিণ-পূর্ব সোহাগদল কমিউনিটি ক্লিনিকের পুনর্নির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সময় মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষা দিতে হবে। মেয়েদের সম্মান করা শেখাতে হবে। শিক্ষকদের মর্যাদা দেয়া শেখাতে হবে। সমাজ ব্যবস্থায় শিক্ষার্থীরা যেন কখনো দুর্নীতিতে আকৃষ্ট না হয় সে শিক্ষা দিতে হবে। দুর্নীতিবাজদের থেকে সন্তানদের দূরে থাকা শেখাতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন