জনতা ব্যাংকের সেরা গ্রাহক ও সর্বোচ্চ রফতানিকারক বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সেরা গ্রাহক নির্বাচিত হয়েছে বেক্সিমকো গ্রুপ। ২০২০ সালের জন্য সেরা গ্রাহক নির্বাচিত হওয়ার পাশাপাশি বছরে ব্যাংকটির সর্বোচ্চ রফতানিকারক হিসেবেও জায়গা করে নিয়েছে গ্রুপটি। জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংকের ৬৪৮তম সভায় বেক্সিমকো গ্রুপকে ব্যাংকটির সর্বোচ্চ রফতানিকারক সেরা গ্রাহক মনোনীত করা হয়।

এজন্য জনতা ব্যাংকের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বেক্সিমকোকে সেরা গ্রাহক সর্বোচ্চ রফতানিকারক প্রতিষ্ঠানের সম্মাননা দেয়া হচ্ছে। এক চিঠির মাধ্যমে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমানকে সম্মাননা ট্রফি প্রদানের সিদ্ধান্তের বিষয়টি জানান জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শহীদুল হক।

জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২০ সালে ব্যাংকটির মাধ্যমে বেক্সিমকো গ্রুপের মোট রফতানির পরিমাণ ছিল প্রায় হাজার ৭১৪ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের রফতানির পরিমাণ ছিল প্রায় হাজার ৩২৭ কোটি টাকা। আর গত বছর ব্যাংকটি বেক্সিমকো গ্রুপ থেকেই আয় করেছে প্রায় ৪৮৪ কোটি টাকা। এর মধ্যে পুনর্গঠিত পুনঃতফসিল করা ঋণের কিস্তি বাবদ আয় হয়েছে ৪২৭ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন