তিন কার্যদিবস পর সূচক কমলেও লেনদেন চাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

টানা তিন কার্যদিবসে উত্থানের পর গতকাল সূচকে পতন দেখল দেশের পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৫৫ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স কমেছে দশমিক ৪২ শতাংশ। অবশ্য সূচকে পতন হলেও গতকাল দেশের উভয় শেয়ারবাজারে টাকার অংকে লেনদেন অনেকটা বেড়েছে।

হাজার ৮৬১ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। শেষ পর্যন্ত তা হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছিল। অর্থাৎ গতকাল সূচকটি কমেছে ৯১ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ। এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় ২১ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে দিনশেষে হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ৩২২ পয়েন্ট। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৩৫ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে গতকাল লেনদেন শেষে হাজার ১৬০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল হাজার ১৯৫ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৪৯টির আর অপরিবর্তিত ছিল ৫৫টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ২৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে টেলিযোগাযোগ খাত। ১২ শতাংশ দখলে নিয়ে এরপর যৌথভাবে রয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বিবিধ খাত। এছাড়া ১০ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ রসায়ন খাত।

গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) কোম্পানি লিমিটেড।

গতকাল এক্সচেঞ্জটিতে সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এনভয় টেক্সটাইলস লিমিটেড।

এদিকে গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড এসএস স্টিল লিমিটেড।

দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ১৪৬ পয়েন্ট কমে ১০ হাজার ১৫৩ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবস শেষে সূচকটির অবস্থান ছিল ১০ হাজার ২৯৯ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৯৮টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির বাজারদর।

সূচক কমলেও গতকাল দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই টাকার অংকে লেনদেন অনেকটা বেড়েছে। ডিএসইতে গতকাল মোট হাজার ১০৮ কোটি ৫০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকা। সিএসইতে গতকাল ১৪১ কোটি ৬০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮৮ কোটি ৬৬ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন