জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ২৪ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৮ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২২ টাকা ৪৯ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ১২ পয়সা।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ। তার আগের হিসাব বছরে শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০১১ সালে পুঁজিবাজারে আসা জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১২০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮১ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৩৬ দশমিক ৯৪ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২৩ দশমিক ৪৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৩৯ দশমিক ৫৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন