অস্ট্রেলীয় কয়লার দামে ধারাবাহিক পতনের সম্ভাবনা

বণিক বার্তা ডেস্ক

২০১৯ সালের ধারাবাহিকতায় বিদায়ী বছরে অস্ট্রেলিয়ায় কয়লার গড় দামে পতন দেখা গেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, পতন সাময়িক নয়। বরং দীর্ঘমেয়াদে অস্ট্রেলীয় কয়লার গড় দামে ধারাবাহিক পতনের সম্ভাবনা রয়েছে। খবর স্ট্যাটিস্টা।

অস্ট্রেলিয়া বিশ্বের তৃতীয় শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ। জ্বালানি পণ্যটি রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় দেশটি শীর্ষ অবস্থানে রয়েছে। ২০১৯ সালে দেশটি কয়লার বৈশ্বিক রফতানি বাণিজ্যের ৩৭ দশমিক শতাংশ একাই জোগান দিয়েছে। স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, চলতি শতকের মধ্যে ২০১৮ সালে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল অস্ট্রেলীয় কয়লা। ওই সময় দেশটিতে জ্বালানি পণ্যটির গড় দাম ওঠে টনপ্রতি ১০৭ ডলারে।

পরের বছরই সর্বোচ্চ অবস্থান থেকে কমে আসে অস্ট্রেলীয় কয়লার গড় দাম। টনপ্রতি গড় দাম দাঁড়ায় ৭৯ ডলারে। সদ্যবিদায়ী ২০২০ সালে অস্ট্রেলীয় কয়লার গড় দাম আরো কমে টনপ্রতি ৭১ ডলারে দাঁড়িয়েছে। করোনা মহামারীতে রফতানি শ্লথ হয়ে আসা, দেশে দেশে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে আগ্রহ বৃদ্ধি এবং চীনের সঙ্গে বাণিজ্য বিরোধের জের ধরে বিদায়ী বছরে অস্ট্রেলিয়ায় কয়লার দরপতন ঘটেছে।

দরপতনের ধারাবাহিকতায় ২০২১ সালে অস্ট্রেলীয় কয়লার গড় দাম আরো কমে টনপ্রতি ৬৯ ডলার ৮০ সেন্টে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালে তা টনপ্রতি ৬৫ ডলার ৩০ সেন্টে নামতে পারে। আর ২০৩০ সাল নাগাদ অস্ট্রেলীয় কয়লার গড় দাম আরো কমে টনপ্রতি ৬০ ডলারে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন