বাজারে আইটেলের ‘ভিশন ২’ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে ডট-নচ ডিসপ্লের ফোরজি সমর্থিত ভিশন স্মার্টফোন উন্মোচন করেছে আইটেল বাংলাদেশ। গত সোমবার থেকে ডিভাইসটি বাজারে পাওয়া যাচ্ছে।

আইটেলের স্টাইলিশ ডিজাইনের ডিভাইসে রয়েছে দশমিক ইঞ্চি এইচডি প্লাস ডট-নচ ডিসপ্লে এবং এআই ট্রিপল রিয়ার ক্যামেরা। ৯০ শতাংশ হাই স্ক্রিন-টু-বডি রেশিওর কারণে ডিসপ্লে যেমন উজ্জ্বল প্রাণবন্ত, ঠিক তেমন স্পষ্ট কালারের সুবিধা মিলবে।

ডিভাইসটির এআই ট্রিপল রিয়ার ক্যামেরার এআই বোকেহ অ্যাফেক্ট, এআই পোর্ট্রেট এইচডিআর সেটআপ দিয়ে ব্যবহারকারী অল্প আলোতেও উজ্জ্বল ছবি তুলতে পারবেন। আইটেল ভিশন স্মার্টফোনের . এআই ফেস বিউটি ফেসিয়াল ফিচার স্কিন টিউনের পাশাপাশি আলোকিত পরিবেশে নিজেকে সহজে নিখুঁতভাবে তুলে ধরতে সহায়তা করবে। ডিভাইসটিতে মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

আইটেল ভিশন ফোনের ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে। . মিলিমিটার সুপার স্লিম ডিজাইনের আইটেল ভিশন গ্রেডিয়েন্ট গ্রিন ডিপ ব্লু দুটি রঙে মিলছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন