ঘাটাইলে সেনাপ্রধানের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, গতকাল ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল অঞ্চল পরিদর্শনকালে এলাকার অসহায় দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। সময় তিনি ঘাটাইল এলাকার সাধারণ মানুষের জন্য সেনাবাহিনী পরিচালিত চিকিৎসাসেবা কার্যক্রমও পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, এডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।

সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে মূলমন্ত্রে দীক্ষিত দেশ মাতৃকার সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী কভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতি বছরের ন্যায় এবারো শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবারো দেশপ্রেমিক সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা এবং শীতবস্ত্র বিতরণ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর দেশ সেবা মানবকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটছে বলে প্রতীয়মান হয়। আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন