শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’

ফিচার প্রতিবেদক

আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য শিরোনামে শুরু হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ আজ শুরু হচ্ছে আবেদন জমা নেয়া। আবেদন গ্রহণ চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বৈশ্বিক মহামারীর কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় কিছুটা পরিবর্তন করে বছর আনা হয়েছে। ১১ জানুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে মিডিয়া কনফারেন্সের মাধ্যমে মিস ইউনিভার্স ২০২০ সালের বাংলাদেশ পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

মিডিয়া কনফারেন্সে এদিন উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম, আর টিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, অ্যাডকমের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শীলা আরো অনেকে।

মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক বলেন, দেশের বুদ্ধিমতী, মেধাবী আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্বদরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ। দেশের নারীদের জন্য এটি এমন একটি প্লাটফর্ম, যেখানে তারা তাদের চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবেলাসহ নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসবেন।

মিস ইউনিভার্স বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আজ থেকে আবেদন নেয়া শুরু হচ্ছে এবং ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। এবার আবেদনের জন্য ফি নির্ধারিত হয়েছে হাজার টাকা।

পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই গ্রুমিং শেষে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে আগামী মার্চে। বাংলাদেশ পর্বের বিজয়ী আগামী মে মাসে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের মূল আয়োজনে।

গতবারের মতো এবারও মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর ফ্লোরা ব্যাংক, সহযোগী পার্টনার আরটিভি, মেকওভার পার্টনার পারসোনা পিআর পার্টনার নর্থ বুক কনসালট্যান্টস লিমিটেড।

উল্লেখ্য, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ সালের গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন মিস ইউনিভার্স ১৯৯৪ বলিউড তারকা সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন