হামলাকারীদের নাৎসিদের সঙ্গে তুলনা করলেন শোয়ার্জনেগার

ফিচার ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার নিন্দা জানানো এখনো অব্যাহত আছে। এবার মুখ খুলেছেন টার্মিনেটরখ্যাত আর্নল্ড শোয়ার্জনেগার। কড়া ভাষায় তিনি ঘটনার সমালোচনা করেছেন। নিয়ে তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। বার্তায় তিনি হামলাকারীদের নািসদের সঙ্গে তুলনা করেছেন। শোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নরও। তিনি আরো বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকৃষ্টতম প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হবেন।

তার বক্তব্যে শোয়ার্জনেগার তুলে ধরেছেন তার জীবনের কিছু অভিজ্ঞতাও। তার জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দুই বছর পর। তিনি তার বাবা প্রতিবেশীদের মধ্যে দেখেছেন যুদ্ধ-পরবর্তী মনস্তাত্ত্বিক ক্ষয়ের বেদনা, সংঘাত। তার কথায় নািসদের ভূমিকা যে দানবীয় দুনিয়ার চেহারা দেখিয়েছিল তার ছায়া তিনি বাল্যকালে দেখেছেন। তিনি বলেছেন, ক্যাপিটল হিলে হামলাকারীরা কেবল জানালার কাচ ভাঙেনি, বরং যে মূলনীতির ওপর যুক্তরাষ্ট্র টিকে আছে তাকেও আঘাত করেছে। হামলার পর মার্কিন প্রশাসন যেভাবে বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করেছে এবং ট্রাম্পকে সামলেছে তার প্রশংসা করেছেন শোয়ার্জনেগার। স্মরণ করিয়ে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের একটি বাণী, দেশপ্রেম মানে দেশের জন্য দাঁড়িয়ে থাকো। এর মানে এই নয় প্রেসিডেন্টকে সমর্থন করতে হবে। গতকাল বিকাল পর্যন্ত শোয়ার্জনেগারের বক্তব্যের ভিডিওটি তিন কোটিবারের বেশি দেখা হয়েছে।

 

সূত্র: হলিউড রিপোর্টার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন