‘এক তারকার রাজত্ব করার দিন শেষ’

ফিচার ডেস্ক

মহামারীর কারণে বলিউড গত ১০ মাসে সম্প্রসারিত হয়েছে ওটিটি প্লাটফর্মে। ঝানু অভিনেতা পরেশ রাওয়ালও বিষয়ে একমত। তার মতে ওয়েব দুনিয়া অভিনেতাদের কাজ করার দিগন্ত প্রসারিত করেছে।

প্রতীক গান্ধী এখন রাতারাতি তারকা হয়ে গেছেন। এটা নতুন ধরনের তারকা খ্যাতি, যা ওটিটি প্লাটফর্মের বদৌলতে দেখা যাচ্ছে। এখন তারকা খ্যাতি প্রকল্প থেকে প্রকল্পে বদলে যাবে। হিন্দি সিনেমায় যেমনটা দেখা যেত একজন একবার তারকা হওয়ার পর দশকের পর দশক ধরে রাজত্ব করেছেন, সে রকমটা আর দেখা যাবে না। সেকাল এখন অতীত। ওটিটি পরিস্থিতি বদলে দিয়েছে। এটা নতুন বাতাবরণ। আমরা জানি না ঠিক কীভাবে, তবে নিশ্চিত যে পরিবর্তন শুরু হয়েছে’—বলেছেন পরেশ রাওয়াল।

প্রবীণ অভিনেতা ২০২০ সালে ওটিটি প্লাটফর্মে কাজ করেছেন তামিল ছবি সুরারি পোটরু হিন্দি ছবি কুলি নাম্বার ওয়ানে।

ওটিটি আসার আগে বলিউডে সবাই সমান সুযোগ পেত কিনা এমন প্রশ্ন করা হয় পরেশ রাওয়ালকে। জবাবে ৬৫ বছর বয়সী অভিনেতা বলেন, এখন সবাই সুযোগ পাচ্ছেন। সত্য বলতে এখন লেভেল প্লেইং ফিল্ড দেখা যাচ্ছে। পরেশ রাওয়ালের মতে, প্রতিভাবানরা এখন তাদের প্রাপ্য বুঝে পাচ্ছেন। ব্যাপারটা হলো আসুন এবং আপনার গল্পটা বলে যান। আপনার অভিনয় দক্ষতা দর্শককে দেখান, দর্শকদের ভালো লাগলে আপনি জিতে যাবেন।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন