রোনালদোর রেকর্ডের দিনে জুভেন্টাসের জয়

ক্রীড়া ডেস্ক

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরার সংক্ষিপ্ত তালিকায় অনেক আগেই নিজের নাম যুক্ত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখন চলছে রেকর্ড ভাঙা-গড়ার এক ম্যারাথন যাত্রা। সে যাত্রায় রোনালদোর মুকুটে যুক্ত হলো আরো নতুন পালক। ক্লাব ও জাতীয় দল মিলে সর্বোচ্চ গোলের রেকর্ডে এবার যৌথভাবে শীর্ষে উঠলেন ‘সিআর সেভেন’। যেখানে তিনি বসেছেন তৎকালীন চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকানের পাশে। তার মতো রোনালদোরও গোল এখন ৭৫৯টি। এই কীর্তি অর্জনে রোনালদোর ম্যাচ লেগেছে ১ হাজার ৩৯ টি। এছাড়া সর্বশেষ ১৫ মৌসুমে ন্যূনতম ১৫ গোল করা একমাত্র খেলোয়াড়ও এখন এই পর্তুগিজ সুপারস্টার। এদিকে রোনালদোর রেকর্ড গড়ার রাতে সাসুলোর বিপক্ষে জুভেন্টাসের জয় ৩-১ গোলে। 

ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমাত্মক ছিল জুভেন্টাস। বলের দখল রেখে বারবার প্রতিপক্ষ ডিফেন্সে ঢুকে পড়ছিল জুভ স্ট্রাইকাররা। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ‘তুরিনের বুড়ি’রা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫০ মিনিটে জুভেন্টাসকে প্রথম গোল এনে দেন দানিলো। তবে ৮ মিনিট পর সমতা ফিরিয়ে ম্যাচ  জমিয়ে তোলার ইঙ্গিত দেয় সাসুলো। তবে ৮২ মিনিটে ফের জুভদের এগিয়ে দেন অ্যারন র্যামজি। পরে অতিরিক্ত সময়ে গিয়ে সাসুলোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন রোনালদো। সেই সঙ্গে গড়েন নিজের রেকর্ডও। 

এ জয়ে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে থাকল জুভেন্টাস।  

বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন