দুর্দান্ত শতকে স্মিথের ফেরা

ক্রীড়া ডেস্ক

, *, , অবিশ্বাস্য হলেও এগুলো ছিল ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে স্টিভেন স্মিথের রান সংখ্যা স্মিথের নামের সঙ্গে যা বেশ বেমানানই বটে প্রত্যাশা ছিল আহত বাঘের মতো তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াবেন তিনি নিরাশ করেননি সমর্থকদের, দলের বিপর্যয়ে স্মিথ দাঁড়িয়ে গেলেন স্বভাবসুলভ ভঙ্গিতে দেখা মিলল চিরায়ত সেই আধিপত্যেরও শেষ উইকেট হিসেবে ফিরেছেন রান আউট হয়ে, নয়তো ১৩১ রানের ইনিংসটা হয়তো আরো বড় করতে পারতেন

আগের দুই টেস্টে স্মিথকে ভুগিয়েছে রবীচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি চার ইনিংসের দুটিতেই ধরা দিয়েছিলেন তার বলে কিন্তু এবার যেন প্রস্তুত হয়েই এসেছিলেন স্পিনও তাই ভোগাতে পারল না স্মিথকে ২৭ তম টেস্ট সেঞ্চুরি আদায়ের মাধ্যমে নিজেকে তুলে নিলেন আরো একটু উচ্চতায়

স্মিথ পারলেও সেঞ্চুরি আদায় করতে ব্যর্থ হয়েছেন মারনুস লাবুশেন অথচ দিনের শুরুটা দুজন ভালোই করেছিলেন ১৬৬ থেকে দলকে নিয়ে ২০৬ রানে কিন্তু নার্ভাস নাইন্টিজে গিয়ে রবীন্দ্র জাদেজার বলে আজিঙ্কা রাহানের হাতে ধরা দেন লাবুশেন এরপর শুরু হয় অসিদের ব্যাটিং বিপর্যয়ে পড়া ১৩ রান করে ম্যাথু ওয়েড ফিরেন জাদেজার শিকারে পরিণত হয়ে ক্যামেরুন গ্রিন খুলতে পারেননি রানের খাতা রানের ফিরে যান টিম পাইন প্যাট কামিন্সও কিন্তু হার মানেননি স্মিথ মিচেল স্টার্ককে সঙ্গে নিয়ে পূরণ করলেন সেঞ্চুরিও খরা কাটিয়ে ফেরায় উচ্ছ্বাসটাও ছিল খানিকটা বেশি শেষ পর্যন্ত ১৩১ রানে গিয়ে থামেন দলের রান তখন ৩৩৮ স্টার্ক করেন ২৪ রান ভারতের হয়ে উইকেট নিয়ে সেরা বোলার জাদেজা

ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন