প্যারিস সেন্ট জার্মেই

টুখেল বরখাস্ত, আসছেন পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক

স্ট্রসবুর্গের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) - গোলের জয় ছাপিয়ে আলোচনায় এখন কোচ টমাস টুখেল বুধবার জয়ের পরপরই তাকে বরখাস্ত করেছে প্যারিস জায়ান্টরা নাটকীয় মনে হলেও আসলে এটা মোটেও নাটকীয় সিদ্ধান্ত নয় চলতি মৌসুমে লিগে বাজে সূচনার জন্য বেশ চাপে ছিলেন ৪৭ বছর বয়সী জার্মান কোচ এবং কারণেই শেষ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে তাকে অবশ্য বিভিন্ন সংবাদমাধ্যমে তার ছাঁটাই হওয়ার খবর এলেও ফরাসি ক্লাবটি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি

বিবিবি গোল ডটকমসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, টুখেলের জায়গায় পিএসজির কোচ হচ্ছেন টটেনহামের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো পিএসজির খেলোয়াড়দের নাকি এরই মধ্যে বলা হয়েছে, আর্জেন্টাইন কোচ আসছেন পার্ক দেস প্রিন্সেসে ৪৮ বছর বয়সী পচেত্তিনোর সঙ্গে অন্তত দুই সপ্তাহ আগে পিএসজি কর্মকর্তাদের আলোচনা শুরু হয় বলে জানায় বিবিসি

২০১৮ সালের জুনে পিএসজির কোচের দায়িত্ব নেন টুখেল তার নেতৃত্বে দুটি লিগ শিরোপা এবং একটি করে ফ্রেঞ্চ কাপ ফ্রেঞ্চ লিগ কাপ জিতেছে পিএসজি গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠে ফরাসি জায়ান্টরা, যদিও তারা - গোলে পরাজিত হয় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে

বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ টুখেলের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা চলতি মৌসুম শেষে দুই বছরের চুক্তিতে ২০১৮ সালে উনাই এমেরির স্থলাভিষিক্ত হন টুখেল ২০১৯ সালের মে মাসে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়, যদিও সেই এক বছর শেষ করা হলো না

চলতি মৌসুমে পিএসজির পারফরম্যান্সে ম্যানেজমেন্ট অসন্তুষ্ট হয়ে তাকে বিদায় করল লিগ টেবিলে চ্যাম্পিয়নদের অবস্থান এখন তিনে শীর্ষ দল লিওঁর চেয়ে এক পয়েন্ট পিছিয়ে তারা দুইয়ে থাকা লিলের চেয়ে তারা এক পয়েন্ট দূরে ১৭ রাউন্ড শেষে লিওঁ লিলের সমান ৩৬ পয়েন্ট, পিএসজির ৩৫ চ্যাম্পিয়ন্স লিগে তারা শেষ ষোলোয় উঠেছে, যেখানে মুখোমুখি হবে বার্সেলোনার

টটেনহামকে ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলেন পচেত্তিনো সেবার ফাইনালে লিভারপুলের কাছে হেরে যায় তার দল পরের মৌসুমে তিনি বিদায় নেন ২০১৯ সালের নভেম্বর থেকে তিনি বেকারই আছেন গত কয়েক সপ্তাহ ধরে তার পিএসজিতে যোগ দেয়া নিয়ে গুঞ্জন চলছিল অবশেষে এই গুঞ্জন সত্যি হতে চলল কি?

পচেত্তিনো ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত খেলেছেন পিএসজিতে

বিবিসি গোল ডটকম

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন