বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধির প্রাক্কলন কমাল ইআইএ

বণিক বার্তা ডেস্ক

করোনা মহামারীর কারণে চলতি বছর বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা চরম ধাক্কা খেয়েছে। রেকর্ড পরিমাণ কমেছে জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদা। ধারা বজায় থাকতে পারে আগামী বছরেও। কমে আসতে পারে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধির গতি। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে সম্ভাবনার কথা বলা হয়েছে। খবর রয়টার্স ব্লুমবার্গ।

ইআইএর হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রবৃদ্ধি আগের প্রাক্কলনের তুলনায় দৈনিক লাখ ১০ হাজার ব্যারেল কমে আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে আগামী বছর জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদায় প্রবৃদ্ধি দাঁড়াতে পারে দৈনিক ৫৭ লাখ ৮০ হাজার ব্যারেলে।

করোনা মহামারীর কারণে চলতি বছরের জন্যও অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা প্রবৃদ্ধি কমিয়ে এনেছে ইআইএ। প্রতিষ্ঠানটি বলছে, ২০২০ সাল শেষে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় চাহিদায় সম্ভাব্য প্রবৃদ্ধির পরিমাণ নেমে আসতে পারে ৮৮ লাখ ৫০ হাজার ব্যারেলে। ইআইএর আগের প্রাক্কলনের তুলনায় হালনাগাদ পূর্বাভাসে জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধির দৈনিক পরিমাণ কমানো হয়েছে লাখ ৪০ হাজার ব্যারেল। বিশ্বে আগে কখনই এত বেশি পরিমাণে কমেনি অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন