কভিড-১৯ : দেশে আরো ৩৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৮৮

বণিক বার্তা অনলাইন

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮০৭-তে। এসময় আরো নতুন করে ১ হাজার ৮৮৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯-এ।

আজ শনিবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেশের ১১৮টি পরীক্ষাগারের তথ্য তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৯৯টি। আর আগের কিছু নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৪০টি। ফলে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৪৯ হাজার ৯৫১টি।

একদিনে আরো সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫৭ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭০ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮২ দশমিক ৬৭ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১২ জন নারী।  

গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় ১৮ মার্চ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন