আগামীকাল ঢাবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের উদ্যোগে আগামীকাল টিচিং অ্যান্ড লার্নিং ইন হায়ার এডুকেশন শীর্ষক এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত সিম্পোজিয়াম উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামান।

সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক . জানিনকা গ্রিনউড। এর ওপর আলোচনা করবেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের এরিনা সেন্টারের ডিরেক্টর . স্যাম স্মিথ এবং এডুকেশনাল ডেভেলপমেন্টের অধ্যাপক সাইমন ওয়াকার। এছাড়া এতে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের পরিচালক অধ্যাপক . সাবিতা রিজওয়ানা রহমান, অতিরিক্ত পরিচালক . এটিএম সামছুজ্জোহা প্রমুখ বক্তব্য রাখবেন। সিম্পোজিয়ামে বাংলাদেশ বিদেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন