সংবাদ সম্মেলনে বিআইপি

খসড়া ড্যাপ পরিমার্জন করে বাসযোগ্য ঢাকা গড়া সম্ভব

নিজস্ব প্রতিবেদক

টেকসই নগর বিনির্মাণে খসড়া ড্যাপ পরিমার্জন করে বাসযোগ্য ঢাকা গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। গতকাল বেলা ১১টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ঢাকা মহানগর এলাকার খসড়া বিশদ অঞ্চল পরিকল্পনা (২০১৬-২০৩৫) প্রতিবেদন সম্পর্কিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ . আদিল মুহাম্মদ খান প্রতিবেদন সম্পর্কিত উপস্থাপনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকা মহানগর এলাকার খসড়া বিশদ অঞ্চল পরিকল্পনাটি ঢাকা আশপাশের হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকার ভূমি ব্যবহার, আবাসন, পরিবহন, পানি নিষ্কাশন, অর্থনৈতিক কর্মকাণ্ড, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনোদন, সামাজিক নাগরিক সেবা ইত্যাদি প্রদানের জন্য একটি সমন্বিত সামগ্রিক ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা। সুতরাং পরিকল্পনাটি সামগ্রিক বিচারে মূল্যায়ন করতে হবে, খণ্ডিতভাবে নয়। রাজধানী ঢাকা দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক, প্রশাসনিক, রাজনৈতিক, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। ঢাকার পরিসর যেমন বেড়েছে, তেমনি জনঘনত্ব বেড়েছে অসহনীয়ভাবে। রকম একটি শহরের পরিকল্পনা করা সহজ কাজ নয়। বর্তমানে প্রস্তাবিত বিশদ পরিকল্পনাটি দেশীয় বিশেষজ্ঞ দ্বারা বাংলা ভাষায় প্রণীত সহস্রাধিক পৃষ্ঠার একটি উন্নয়ন দলিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন