ভারতের জিএসটি সংগ্রহ

টানা দুই মাস এক লাখ কোটি রুপি ছাড়াল

বণিক বার্তা ডেস্ক

নভেম্বরে সরকারের পণ্য পরিষেবা কর বা জিএসটি সংগ্রহ হয়েছে লাখ কোটি রুপির ওপরে। এই নিয়ে টানা দুই মাসে জিএসটি সংগ্রহ লাখ কোটি রুপি ছাড়াল। ভারতের অর্থ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, ২০২০ সালের নভেম্বরে জিএসটি সংগ্রহ হয়েছে লাখ হাজার ৯৬৩ কোটি রুপি। নভেম্বরে সংগৃহীত জিডিপি অবশ্য গত অক্টোবরের লাখ হাজার ১৫৫ কোটি রুপি থেকে শূন্য দশমিক ১৮ শতাংশ কম। খবর হিন্দুস্তান টাইমস।

নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে অসংখ্য নেতিবাচক খবরের মধ্যে অক্টোবর নভেম্বরের জিএসটি উপাত্ত ভারতের জন্য কিছুটা আশা জাগাচ্ছে।

নভেম্বরে আদায়ের মধ্যে সিজিএসটি ১৯ হাজার ১৮৯ কোটি রুপি, এসজিএসটি ২৫ হাজার ৫৪০ কোটি রুপি, আইজিএসটি ৫১ হাজার ৯৯২ কোটি রুপি এবং সেস হাজার ২৪২ কোটি রুপি। নভেম্বরে জিএসটিআর-৩বি রিটার্ন ফাইল করেছে ৮২ লাখ রুপি।

নভেম্বরে ভারতের জিএসটি বাবদ আয় গত বছরের একই মাসের তুলনায় দশমিক শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সিজিএসটি এলজিএসটি দাঁড়িয়েছে যথাক্রমে ৪১ হাজার ৪৮২ ৪১ হাজার ৮২৬ কোটি রুপি।

অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত উপাত্তে দেখা গেছে, বেশির ভাগ রাজ্যের জিএসটি সংগ্রহ বাড়লেও প্রায় ১৫টি রাজ্যের জিএসটি সংগ্রহে শ্লথগতি ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন