এক সপ্তাহেই দ্বিতীয় ঘূর্ণিঝড়ের কবলে শ্রীলংকা ও ভারত

বণিক বার্তা ডেস্ক

শ্রীলংকা দক্ষিণ ভারত এক সপ্তাহের মাঝে দ্বিতীয় ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে। বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টির নাম বুরেভি। খবর এএফপি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার রাতে ১০০ কিলোমিটার (৬০ মাইল) বেগে শ্রীলংকায় আঘাত হানার পর ২৪ ঘণ্টার মধ্যে ভারতে প্রবেশ করবে। ঘূর্ণিঝড়ের কারণে তীব্র ঝড়সহ ২০ সেন্টিমিটার ( ইঞ্চি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনদিনের জন্য শ্রীলংকার দক্ষিণ পূর্বাঞ্চলের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি জেলেদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে।

এদিকে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) মঙ্গলবার বলেছে, তারা তামিলনাড়ু কেরালায় ঘূর্ণিঝড় মোকাবেলায় ২৪টি দল মাঠে নামিয়েছে। পাশাপাশি ভারতের আবহাওয়া বিভাগ দুটি রাজ্যের অনেকগুলো জায়গায় রেড অ্যালার্ট জারি করেছে এবং শুক্রবার পর্যন্ত অনেক জায়গাতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এক টুইটারে গতকাল এনডিআরএফের ডিরেক্টর জেনারেল বলেন, ঘূর্ণিঝড়ের জন্য আমরা প্রস্তুত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন