আলিবাবার বিগবাস্কেট কিনতে চূড়ান্ত চুক্তির পথে টাটা

বণিক বার্তা ডেস্ক

ভারতের জনপ্রিয় অনলাইন গ্রোসারি প্লাটফর্ম বিগবাস্কেট। চীনা জায়ান্ট আলিবাবার শেয়ার রয়েছে এতে। করোনাকালে লকডাউন চলার সময় ফুলেফেঁপে উঠেছে প্রতিষ্ঠানটির ব্যবসা। এর মাঝেই খবর আসে বিগবাস্কেট কিনে নিচ্ছে ভারতের অন্যতম বৃহত্তম কনগ্লোমারেট টাটা গ্রুপ। বিস্তর আলাপ-আলোচনার পর বর্তমানে ক্রয় প্রক্রিয়া এগিয়ে নিতে চূড়ান্ত চুক্তি সইয়ের পথে রয়েছে টাটা গ্রুপ। খবর ব্লুমবার্গ ইকোনমিক টাইমস।

টাটা গ্রুপ সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বিগবাস্কেটের ৮০ শতাংশের বেশি শেয়ার কিনতে চায় টাটা গ্রুপ। এজন্য চূড়ান্ত চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে প্রতিষ্ঠানটি। অনলাইন গ্রোসারি প্লাটফর্মটি কিনতে ১৬০ কোটি ডলার অর্থ গুনতে প্রস্তুত রয়েছে টাটা গ্রুপ। এর আগে মিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, টাটা গ্রুপ ১৩০ কোটি ডলারের বিনিময়ে বিগবাস্কেটের প্রায় ৮০ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে।

অনলাইন প্লাটফর্ম বিগবাস্কেটে চীনা জায়ান্ট আলিবাবার ২৬ শতাংশের বেশি শেয়ার রয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলিবাবা সব শেয়ার বিক্রি করে দিতে চায়। এর মধ্য দিয়ে বিগবাস্কেট আলিবাবার হাত থেকে টাটা গ্রুপের নিয়ন্ত্রণে চলে আসবে। তবে অধিগ্রহণ প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে টাটা গ্রুপ কিংবা বিগবাস্কেটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন