প্রথম দেশ হিসেবে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিল ব্রিটেন

বণিক বার্তা অনলাইন

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে আগামী সপ্তাহ থেকে এই টিকার প্রয়োগ শুরু হবে। ব্রিটিশ মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বলছে, ৯৫ শতাংশ কার্যকর এই টিকাটি সামনের সপ্তাহ থেকে প্রয়োগের জন্য নিরাপদ।

বিবিসির খবরে বলা হয়েছে, কিছুদিনের মধ্যে উচ্চমাত্রায় ঝুঁকিতে থাকা বিশেষ করে বয়স্ক ও দুর্বল রোগীদের জন্য এই কয়েকদিনের জন্য টিকার ব্যবহার শুরু করা যেতে পারে বলে সুপারিশ করা হয়েছে। ব্রিটিশ সরকার এরই মধ্যে ২ কোটি নাগরিকের জন্য ৪ কোটি ডোজ ভ্যাকসিনের ক্রয়াদেশ দিয়েছে।

খবরে বলা হচ্ছে, অল্প কিছুদিনের মধ্যে ফাইজার এবং বায়োএনটেক ১ কোটি ডোজ ভ্যাকসিন বাজারে আনবে। এর মধ্যে ৮ লাখ ভ্যাকসিন আসবে ব্রিটেনে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন