ফেনীতে বিক্রয় নিষিদ্ধ ৭০০ কেজি পিরানহা মাছ উদ্ধার

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ফেনীতে ৭০০ কেজি বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে ফেনী পৌর মৎস্য আড়তে জেলা মৎস্য বিভাগ ও জেলার প্রশাসন যৌথ অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ফেনী ও আশপাশের এলাকায় বিভিন্ন হাট-বাজারে বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছে অসাধু চক্র। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ফেনী পৌর আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় ‘মায়ের দোয়া’ মাছের আড়ৎ থেকে বিক্রয়ের জন্য মজুদ করা অবস্থায় ৭০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। 

বিক্রীর উদ্দেশ্যে পিরানহা মাছ মজুতের দায়ে ওই আড়তের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রজত বিশ্বাস ও মো. মনিরুজ্জামান।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানসহ প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করে দেন আদালত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন