চার কার্যদিবস পর সূচকে পতন

নিজস্ব প্রতিবেদক

আগের টানা চার কার্যদিবসে সূচকে উত্থানের ধারাবাহিকতা গতকাল ধরে রাখতে পারেনি দেশের পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্সও কমেছে দশমিক ৩১ শতাংশ। এদিকে সূচক কমলেও গতকাল উভয় পুঁজিবাজারেই টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল সারা দিনই ডিএসইএক্স আগের কার্যদিবসের সমাপনী মানের চেয়ে নিচে অবস্থান করেছে। হাজার ৮৮২ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করা ডিএসইএক্স শেষ পর্যন্ত হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছিল, যা আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কম। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ কমে দিনশেষে হাজার ১১৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ১২১ পয়েন্ট। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১১ পয়েন্ট বা দশমিক ৬৭ শতাংশ কমে গতকাল লেনদেন শেষে হাজার ৬৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল হাজার ৬৯৮ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৪টির, আর অপরিবর্তিত ছিল ১১০টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ৪০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। ১১ শতাংশ দখলে নিয়ে এরপর যৌথভাবে রয়েছে মিউচুয়াল ফান্ড এবং ওষুধ রসায়ন খাত। এছাড়া শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় এরপর রয়েছে যথাক্রমে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, নিটোল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ন্যাশনাল ফিড মিল লিমিটেড।

গতকাল এক্সচেঞ্জটিতে সমাপনী দরের ভিত্তিতে দরবৃদ্ধির তালিকায় শীর্ষ ১০ কোম্পানি ছিল কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বিডি ল্যাম্পস, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, আরামিট লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

এদিকে গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো জুট স্পিনার্স লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিটোল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড, আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান।

দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ২৬ পয়েন্ট কমে হাজার ৪২৭ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবস শেষে সূচকটির অবস্থান ছিল হাজার ৪৫৩ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১১৫টির, আর অপরিবর্তিত ছিল ৫৬টির বাজারদর।

ডিএসইতে গতকাল মোট ৮০৪ কোটি ২১ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৬৬ কোটি ২১ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে গতকাল ২৪ কোটি ৬৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৪ কোটি ৬৫ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন