জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মধুমতি নদীতে ‘বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২০’
অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে, ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় গতকাল দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত ১৪ সাঁতারু অংশ নেন। এদের মধ্যে বিভিন্ন বয়সের সাতজন পুরুষ ও সাতজন মহিলা সাঁতারু রয়েছেন।
সাত পুরুষ সাঁতারু মধুমতি নদীর কংশুর থেকে হরিদাসপুর ব্রিজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার প্রতিযোগিতায় অংশ নেন। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ১ ঘণ্টা ১ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম, জুয়েল আহম্মেদ ১ ঘণ্টা ৩ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও বাংলাদেশ নৌবাহিনীর মো. কাজল মিয়া ১ ঘণ্টা ৪ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন।
নারী ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত সাত সাঁতারু মধুমতি নদীর উলপুর ব্রিজ থেকে হরিদাসপুর ব্রিজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ সেনাবাহিনীর নাঈমা আক্তার ৪৬ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম, বাংলাদেশ নৌবাহিনীর জুলি আক্তার ৪৭ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সবুরা খাতুন ৪৮ মিনিট ২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন।
প্রধান অতিথি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বলেন, প্রান্তিক পর্যায়ে আমাদের অনেক প্রতিভা লুকিয়ে আছে। নদীমাতৃক এ বাংলাদেশে মানুষ ছোটবেলা থেকেই এক একজন সাঁতারু। সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করতেই আমাদের এ উদ্যোগ।
প্রতিযোগিতা শেষে অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর এবং সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফসহ সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।—আইএসপিআর