দেশজুড়ে মোবাইল অপারেটর বাংলালিংকের ২৫৯টি টেলিকম টাওয়ার নির্মাণ করবে সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামিট টাওয়ার্স লিমিটেড (এসটিএল)। বিল্ড-টু-স্যুট ভিত্তিতে এসব টাওয়ার নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানর দুটোর মধ্যে নির্মাণ কাজসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তি সামিট টাওয়ার্স ও বাংলালিংকের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের সূচনা করেছে বলে মনে করছে প্রতিষ্ঠান দুটো। জানা গেছে, বাংলালিংককে সঙ্গে নিয়ে এসটিএল ২০২১ সালের জানুয়ারি নাগাদ এই ২৫৯টি টাওয়ার স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করেছে। এছাড়া এসটিএল আগামী বছরগুলোয় বাংলালিংকের পাশাপাশি অন্যান্য মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে দেশজুড়ে আরো টাওয়ার স্থাপনের পরিকল্পনা নিয়েছে।
ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর, সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান ফরিদ খান, সামিট গ্রুপের পরিচালক ফাদিয়া খান, বাংলালিংকের চেয়ারম্যান ও ভিয়নের গ্রুপ কো-সিইও সার্গে হেররো, সামিট টাওয়ার্স লিমিটেডের এমডি ও সিইও আরিফ আল ইসলাম, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৮ সালে চারটি কোম্পানির স্বাক্ষরিত টাওয়ার শেয়ারিংয়ের চুক্তির মাধ্যমে গৃহীত উদ্যোগের যাত্রা শুরু হলো। ফলে বিশাল বিনিয়োগনির্ভর টেলিকম খাতে মোবাইল অপারেটরদের জন্য নেটওয়ার্ক সম্প্রসারণের কাজটি যেমন সহজ হয়েছে, তেমনি গুণগত মানের মোবাইল সেবা প্রদানের বিষয়টিও অপারেটরদের জন্য সহজতর হয়েছে। এ সময় গুণগত সেবা নিশ্চিত করতে স্পেকট্রাম সহসাই নিলাম করা হবে বলেও জানান মন্ত্রী।