মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন জয়িতা বিপণন কেন্দ্রের নারী উদ্যোক্তাদের ছয় দিনব্যাপী ফ্যাশন ডিজাইন কর্মশালার সমাপনী আয়োজন ও সনদ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির জয়িতা ফাউন্ডেশনে আয়োজিত অনুষ্ঠানে জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান প্রধান অতিথি হিসেবে এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। যুগ্ম সচিব মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক নিপুল কান্তি বালা এবং বিশিষ্ট ডিজাইনার ও গবেষক চন্দ্রশেখর সাহা এবং টেক্সটাইল আর্টিস্ট মাইনুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত নারী উদ্যোক্তা ও জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি