বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) বৃহত্তম কারখানা বাঘাবাড়ীতে এ অঞ্চলের কেন্দ্রীয় ও প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতিদের এক মতবিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে এ সম্মেলনে মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান মো. হাসিব খান তরুণ, সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) অমর চান বণিক বক্তব্য রাখেন।
সভায় শেখ নাদির হোসেন লিপু গ্রামীণ আর্থসামাজিক উন্নয়ন ও দেশে মেধাবী জাতি গঠনের যে মহৎ উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু মিল্ক ভিটা প্রতিষ্ঠা করেছিলেন, তা সফল করার জন্য মানসম্মতভাবে গাভী লালন-পালন, দুগ্ধ সংগ্রহ ও সরবরাহ করার জন্য সব সমবায়ীকে অনুরোধ জানান। এ সময় তিনি সমবায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। —বিজ্ঞপ্তি