হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ছয় সপ্তাহব্যাপী ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’
শুরু হবে। এ ক্যাম্পেইনের আওতায় নয় মাস থেকে ১০ বছরের কম ৩ কোটি ৪০ লাখ বয়সী শিশুকে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান কভিড-১৯ বৈশ্বিক মহামারী বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।