পাঁচ বছরের মধ্যে জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা প্রায় দ্বিগুণ করার কাজ চলছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নভেল করোনাভাইরাস মহামারী দেশটির অর্থনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জের জন্ম দেয়ার পরও মোদির পক্ষ থেকে এ সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। খবর রয়টার্স।
চলতি বছরের জুনে ভারতের জ্বালানিমন্ত্রী রাজ কুমার সিং জানান, বর্তমানে ভারতের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা প্রায় ২৫ কোটি টন। ১০ বছরের মধ্যে এ সক্ষমতা বাড়িয়ে ৪৫-৫০ কোটি টনে উন্নীত করা হবে।
তবে শনিবার একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে জ্বালানি খাত নিয়ে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, আগামী পাঁচ বছরে দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা প্রায় দ্বিগুণ করার কাজ চলছে।
এ সময় মোদি জানান, ভারতের মোট জ্বালানি ব্যয়ে প্রাকৃতিক গ্যাসের হার চার গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। দেশটিতে মোট খরচ হওয়া জ্বালানির ৬ শতাংশ গ্যাসের মতো ক্লিনার-বার্নিং জ্বালানি ব্যবহূত হয়।