সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণকৃত চাল ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। এছাড়া বস্তার জন্য টাকা নেয়ার অভিযোগ রয়েছে ডিলার আব্দুল মান্নানের বিরুদ্ধে।
গতকাল কার্ডধারী রিকশাচালক তোতা, রেহেলা বেগম, কহিনুর, জয়নব বেগম অভিযোগ করে বলেন, এক বস্তা চাল আমাদের দিচ্ছে। পরে আমাদের কয়েকটি বস্তা ওজন করে দেখি কোনো বস্তায় ২৭, আবার কোনো বস্তায় ২৮ কেজি করে চাল রয়েছে। এছাড়া আলাদা করে বস্তার দাম ৫০ টাকা করে আদায় করছেন তিনি। ডিলার আব্দুল মান্নান জানান, আমার এখানে নিয়ম অনুযায়ী চাল দেয়া হচ্ছে। নিয়ম মেনেই চাল বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, কিছু বস্তায় ওজনে কম বেশি থাকতে পারে। সেগুলো আমরা পূরণ করে দেই। কিন্তু বস্তার দাম নেয়ার নিয়ম নেই।
জেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে এখনো আমার কাছে কোনো তথ্য আসেনি। খোঁজ নিয়ে দেখছি।