সুপারব্র্যান্ড ২০২০-২১-এর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশী মোটরসাইকেল ব্র্যান্ড রানার। সম্প্রতি ঘোষিত এ সুপারব্র্যান্ডগুলোর মধ্য দিয়ে মোটরসাইকেল বিভাগে প্রথমবারের মতো কোনো বাংলাদেশী মোটরসাইকেল কোম্পানিকে এ স্বীকৃতি দেয়া হলো।
এ স্বীকৃতির পর রানার গ্রুপের পক্ষ থেকে তাত্ক্ষণিক এক ভিডিও বার্তায় রানার গ্রুপের পরিচালক আমিদ সাকিফ খান শুভেচ্ছা জানিয়ে বলেন, সুপারব্র্যান্ডস একটি অন্যতম সফল গ্লোবাল প্লাটফর্ম। সুপারব্র্যান্ডসের স্বীকৃতি ভবিষ্যতে রানারকে আরো ইনোভেটিভ হতে উৎসাহিত করবে।
এ বিষয়ে রানার অটোমোবাইলস লিমিটেডের এমডি এবং সিইও রিয়াজুল চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো মোটরসাইকেল ব্র্যান্ডের সুপারব্র্যান্ডসের স্বীকৃতি শুধু রানারের নয়, বাংলাদেশের অর্জন। আমরা এ পুরস্কার আমাদের সব গ্রাহক, ডিলার, সরবরাহকারী এবং অন্যান্য স্টেকহোল্ডারের কাছে উৎসর্গ করতে চাই। —বিজ্ঞপ্তি