মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগর্যামড অ্যাকশনের (উদ্দীপন) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং উদ্দীপনের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী বিদ্যুত কুমার বসু এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় এমটিবির এএমডি ও সিবিও সৈয়দ রফিকুল হক, ডিএমডি তারেক রিয়াজ খান, হেড অব ট্রানজাকশন ব্যাংকিং বখতিয়ার হোসেন, হেড অব হোলসেল ব্যাংকিং ডিভিশন (গুলশান) কামরুল হাসান খান এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান উপস্থিত ছিলেন।