ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল বাশার মজুমদার বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বিকালে নির্বাচনে তিনি একক প্রার্থী হওয়ায় জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা তাকে বিজয়ী ঘোষণা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী ১০ নভেম্বর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ১৭ নভেম্বর মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী জানান, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় খায়রুল বাশার মজুমদারকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এরপর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।