বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল নিজেদের ক্লাউড গেমিং সেবা ‘স্টেডিয়া’
অ্যাপলের আইফোন এবং আইপ্যাড ডিভাইসের জন্য উন্মোচন করার ঘোষণা দিয়েছে। নতুন একটি ওয়েব অ্যাপের মাধ্যমে সেবাটি অ্যাপল ডিভাইসে আনতে কাজ করছে গুগল। খবর সিনেট।
স্টেডিয়ার একটি প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ সংস্করণ বানাচ্ছে গুগল, যা সাফারি ওয়েব ব্রাউজারের মোবাইল সংস্করণে কাজ করবে। আগামী বছর একই পন্থায় ক্লাউড গেমিং সেবা ‘এক্সক্লাউড’
আইওএস ডিভাইসে আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ক্লাউড গেমিং সেবায় অ্যাপলের সীমাবদ্ধতার কারণে সেবা উন্মোচনের পরও আইওএস ডিভাইসে চালু করতে পারেনি গুগল।
গত আগস্টেই অ্যাপল জানায়, অ্যাপ স্টোরে ক্লাউড গেমিং সেবার অনুমোদন রয়েছে। তবে প্রতিটি গেম আলাদাভাবে যাচাইয়ের জন্য অ্যাপলের অ্যাপ স্টোর দলের কাছে জমা দিতে হবে। সম্প্রতি এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, এখন আইওএস সাফারিতে বেটা সংস্করণে চলছে ‘জিফোর্স নাও’
ক্লাউড গেমিং সেবা। শিগগিরই এ সেবায় চালু হবে জনপ্রিয় ভিডিও গেম ফোর্টনাইট।