যুক্তরাষ্ট্রে ভুট্টা ও সয়াবিন আবাদ বাড়বে

বণিক বার্তা ডেস্ক

আগামী বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভুট্টা সয়াবিনের ২০২১-২২ মৌসুম শুরু হবে। ওই মৌসুমে দেশটিতে দুটি কৃষিপণ্যের আবাদ এখনকার তুলনায় বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এগ্রিমানি।

চলতি ২০২০-২১ মৌসুমে যুক্তরাষ্ট্রে কোটি ১০ লাখ একর ভুট্টা আবাদ হয়েছে। সয়াবিন আবাদ হয়েছে কোটি ৩১ লাখ একর জমিতে।

স্টোনএক্স গ্রুপের কমোডিটিজ শাখার প্রধান অর্থনীতিবিদ বলেন, ২০২১-২২ মৌসুমে যুক্তরাষ্ট্রে কোটি ২০ লাখ একর ভুট্টা আবাদ হতে পারে। সয়াবিন আবাদের আওতায় আসতে পারে কোটি ৯০ লাখ একর জমি।

অন্যদিকে ফিউচার্স ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ বিশ্লেষক টেরি রেইলি জানান, পরবর্তী মৌসুমে যুক্তরাষ্ট্রে ভুট্টার আবাদ চলতি মৌসুমের তুলনায় সামান্যই বাড়তে পারে। কৃষিপণ্যটির আবাদের আওতায় জমির ব্যবহার হবে কোটি ১০ লাখ একরের কিছু বেশি। তবে ২০২১-২২ মৌসুমে যুক্তরাষ্ট্রে সয়াবিন আবাদের আওতায় জমির ব্যবহার বেড়ে কোটি ৯০ লাখ টনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন