সাবেক ফুটবলার বাদল রায় মারা গেছেন

বণিক বার্তা অনলাইন

সাবেক ফুটবলার ও সংগঠক বাদল রায় মারা গেছেন। আজ রবিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আশির দশকের এই তারকা ফুটবলার লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

খেলা থেকে অবসরের পর সংগঠক হিসেবে দেশের ফুটবল উন্নয়নে অবদান রেখেছেন একসময়ের মোহামেডান তারকা বাদল রায়। সবশেষ গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নির্বাচনেও সভাপতি পদে লড়াইয়ে নেমেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত শারীরিক অসুস্থিতার কারণে নাম প্রত্যাহার করে নেন তিনি।

জাতীয় ক্রীড়া পুরস্কারজয়ী বাদল রায়ের ফুটবলে হাতেখড়ি কুমিল্লার সুতাকলের হয়ে। এরপর ১৯৭৭ সালে মোহামেডানের হয়ে তার ঢাকার মাঠে যাত্রা শুরু। আর এখানেই ক্যারিয়ার শেষ করেন। আবাহনী, ব্রাদার্স অনেক লোভনীয় প্রস্তাব দিলেও তিনি প্রত্যাখ্যান করেছেন অবলীলায়।

ফুটবলের বাইরে রাজনীতিতেও সক্রীয় ছিলেন কুমিল্লার সন্তান বাদল রায়। ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দাউদকান্দি থেকে সংসদ সদস্য পদে নির্বাচনেও অংশ নিয়েছিলেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন