ইউরোপিয়ান লিগ

বার্সা-সিটির হার, হালান্ডের চার গোল

ক্রীড়া ডেস্ক

ইউরোপের ঘরোয়া ফুটবল লিগে শনিবার ঘটনাবহুল রাতে স্প্যানিশ লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে - গোলে হেরেছে বার্সেলোনা, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে - গোলে হারিয়েছে টটেনহাম, ইতালিতে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ভর দিয়ে ক্যালিয়ারির বিপক্ষে - গোলে জিতেছে জুভেন্টাস আর জার্মান বুন্দেসলিগায় হার্থা বার্লিনের বিপক্ষে একাই চার গোল করে বরুশিয়া ডর্টমুন্ডকে - গোলে জিতিয়েছেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং ব্রাউট হালান্ড

বার্সেলোনাকে - গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে যুগ্মভাবে শীর্ষে উঠেছে অ্যাতলেটিকো অন্যদিকে শীর্ষস্থান থেকে পয়েন্ট দূরে বার্সা

ম্যাচের প্রথমার্ধে যোগ করা সময়ে অ্যাতলেটিকোর জয়সূচক গোলটি করেন বেলজিয়ান খেলোয়াড় ইয়ান্নিক কারাসকো বার্সেলোনার অর্ধের মধ্যপথ থেকে বল টেনে নিয়ে আগুয়ান গোলকিপার মার্ক-আন্দ্রে টার স্টেগেনকে পরাস্ত করেন কারাসকো উল্লেখ্য, লা লিগায় ১৮ বারের চেষ্টায় এই প্রথম বার্সার বিপক্ষে জয়ের স্বাদ পেলেন অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমিওনে

হারের সঙ্গে ডিফেন্ডার জেরার্ড পিকেকেও হারিয়েছে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়ার সময় বেশ বিমর্ষ দেখাচ্ছিল পিকেকে ম্যাচ শেষে পিকের ডান হাঁটুতে চোটের কথা জানিয়েছে বার্সেলোনা এবং চোট তাকে কতদিন মাঠের বাইরে রাখবে তা নিশ্চিত হতে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার গোছানো ফুটবল উপহার দিয়ে ম্যানসিটিকে হারিয়েছে হোসে মরিনহোর টটেনহাম ম্যাচের পঞ্চম মিনিটে সন হিউং-মিন ৬৫ মিনিটে লো সেলসো গোল করে স্পার্সদের জয় নিশ্চিত করেন ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহাম, সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি, আর সিটি ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে!

সিরি- লিগে জুভেন্টাসকে একাই জেতালেন রোনালদো ক্যালিয়ারির বিপক্ষে চার মিনিটের ব্যবধানে দুই গোল করেন পর্তুগিজ অধিনায়ক ৩৮ মিনিটে প্রথম গোল করার পর ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ৩৫ বছর বয়সী তারকা চলতি মৌসুমে লিগে পাঁচ ম্যাচ খেলে সবগুলোতেই গোল করার কৃতিত্ব দেখালেন তিনি জয়ে টেবিলের দুইয়ে উঠল জুভেন্টাস ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান, ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রোনালদোর দল

বুন্দেসলিগায় শনিবার রাতে তারা হয়ে জ্বলেছেন হালান্ড দ্বিতীয়ার্ধে চার চারটি গোল করে দলকে পেছন থেকে টেনে তুলে জয় এনে দেন তিনি ৩৩ মিনিটের গোলে লিড নিয়েছিল হার্থাই যদিও এরপর পুরোটাই ছিল হালান্ড-শো ম্যাচের ৪৭, ৪৯, ৬২ ৭৯ মিনিটে গোল করেন তিনি চলতি মৌসুমে ক্লাব দেশের জার্সিতে ২১ গোল করলেন ২০ বছর বয়সী হালান্ড

জয়ে বায়ার্নের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে ডর্টমুন্ড ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন, সমান ম্যাচে ডর্টমুন্ডের সংগ্রহ ১৮ শনিবার ব্রেমেনের সঙ্গে - গোলে ড্র করে বায়ার্ন

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন