শেষ হলো ফায়ার সপ্তাহ

ফায়ার সার্ভিসকে আরো আধুনিক হিসেবে গড়ে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক

২০০৮ সালের ফায়ার সার্ভিস আর আজকের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর এক নয়। দুর্যোগে সবার আগে সাড়া দেয়া অধিদপ্তরের কমপক্ষে শতগুণ উন্নতি ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংস্থাকে আরো আধুনিক হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বঙ্গবন্ধু ফায়ার একাডেমি প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেয়া হয়েছে। তবে বিশ্বমানের ফায়ার সার্ভিস গড়ে তুলতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান। গতকাল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০-এর শেষ দিনে অধিদপ্তরে আয়োজিত প্রদক প্রদান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন অর্থ) মো. হাবিবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। সময় অগ্নিনির্বাপণ উদ্ধারকাজে বীরত্বপূর্ণ প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ৪৪ জনকে রাষ্ট্রীয় পদক পরিয়ে দেন প্রধান অতিথি।

ফায়ার ডিজি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফায়ার সার্ভিস উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করা হবেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন যুগান্তকারী ঘোষণায় এগিয়ে চলছি আমরা। পাশাপাশি বঙ্গবন্ধু ফায়ার একাডেমি নির্মাণ সম্পন্ন হলে দেশেই চৌকস ফায়ার কর্মী তাৈর হবে। আজকের দেয়া রাষ্ট্রীয় পদকও সবাইকে দেশসেবায় আরো উজ্জীবিত করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন