চট্টগ্রামভিত্তিক ই-কমার্স গ্রুপ সিইএফের প্রথম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ফেসবুকভিত্তিক -কমার্স গ্রুপ সিইএফ-এর (চট্টগ্রাম -কমার্স ফ্যামিলি) প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। গতকাল চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে দিনব্যাপী এই অনুষ্ঠানটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যামে যুক্ত হয়ে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান।

ক্রেতাবান্ধব বিক্রেতা স্লোগানে আয়োজিত চট্টগ্রাম -কমার্স ফ্যামিলির (সিইএফ) চট্টগ্রাম অনলাইন ফেয়ার-এর গণমাধ্যম সহযোগী ছিল দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংবাদপত্র বণিক বার্তা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, -কমার্স পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা বিশ্বের যেকোনো দেশে পণ্য বিক্রি করতে পারেন। -কমার্সের কারণে দেশে এখন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। চাকরির পাশাপাশি এখন অনেকেই এই -কমার্সের সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে খাতের গতিশীলতা বাড়াতে সঠিক প্রশিক্ষণ প্রয়োজন। সরকার খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে -ক্যাবের পরিচালক (কমিউনিকেশন অ্যাফেয়ার্স) সৈয়দ রহমান, দারাজের রিজিওনাল কমার্শিয়াল মো. ইরফানুল করিম, ডি ইঞ্জিনিয়ারস ক্লাবের প্রতিষ্ঠাতা সৌমেন কানুনগো, ইনভেস্টমেন্ট কমিটি অব -কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ফারাহ মাহমুদ তৃণাসহ অন্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই পণ্য প্রদর্শনী মেলায় ৫০ জন তরুণ উদ্যোক্তার দেড় শতাধিক স্টল অংশগ্রহণ করে। ২০১৯ সালের ২১ নভেম্বর সাগর দে, সঞ্জয় চৌধুরী, তৌহিদুল ইসলাম, জহিরুল আলম তুহিনের হাত ধরে ফেসবুকভিত্তিক গ্রুপ সিইএফের যাত্রা শুরু হয়। বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা ৭৩ হাজার। এর মধ্যে ১৫ হাজারের বেশি উদ্যোক্তা সক্রিয়ভাবে কাজ করছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন