শুরু হলো ‘অ্যারন ডেনিম শো ২০২০’

নিজস্ব প্রতিবেদক

করোনাকালীন সব সীমাবদ্ধতার মধ্যেও গতকাল শুরু হয়েছে সাত দিনব্যাপী অ্যারন ডেনিম শো ২০২০ সাভারে অ্যারন ডেনিম মিল চত্বরে ডেনিম শো উদ্বোধন করেন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মশিউল আজম সজল।

২০২১-২২ বছরের বসন্ত-শীতকালীন রকমারি ডেনিম কাপড়ের কালেকশন নিয়ে আয়োজিত ডেনিম প্রদর্শনীর উদ্বোধনীতে বিজিএমই ভাইস প্রেসিডেন্ট মশিউল আজম সজল বলেন, সংকটময় সময়ে এমন আয়োজন ব্যতিক্রমী সময়োপযোগী। করোনাকালে ডেনিম ফ্যাব্রিকে নতুন নতুন কী কী উদ্ভাবন আমাদের ফ্যাব্রিক মিলগুলো নিয়ে আসছে, তা কিন্তু আমাদের ডেনিম পোশাক কারখানাগুলো অনেক ক্ষেত্রেই জানাতে পারছে না। করোনার কারণে একদিকে যেমন দেশীয় এবং আন্তর্জাতিক মেলাগুলো বন্ধ রয়েছে, অন্যদিকে তেমনি অফিসে গিয়ে ফ্যাব্রিকের সরাসরি প্রেজেন্টেশন বা প্রদর্শনও এখন অনেকাংশেই অসম্ভব। এমতাবস্থায় অ্যারন ডেনিমের আজকের (গতকাল) আয়োজিত ভার্চুয়াল প্রদর্শনীর মাধ্যমে আমি মনে করি আরেকটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। 

ডেনিম মিলের ব্যবস্থাপনা পরিচালক মাজাকাত হারুণ বলেন, ২০০৬ সাল থেকে বিশ্ববাজারে অ্যারন ডেনিম প্রতিযোগিতামূলকভাবে রকমারি ডেনিম কাপড় তৈরি করছে। বর্তমানে অ্যারন ডেনিম প্রতি বছর ৩০ মিলিয়ন গজ ডেনিম কাপড় রফতানি করছে। এই করোনাকালে বিশ্ববাজারে আমাদের সক্ষমতা এবং সামর্থ্য নিয়ে কাজ করতে হবে। নানা রকম উদ্ভাবন ছাড়া অর্থনীতি সচল রাখা সম্ভব নয়। প্রদর্শনী অন্য ডেনিম মিল মালিকদের আশা করি উৎসাহ দেবে।

সাত দিনব্যাপী আয়োজিত এই ডেনিম প্রদর্শনীতে অ্যারন ডেনিম মিলের প্রায় ৫০টির অধিক ডেনিম কাপড় পোশাক প্রদর্শিত হয়। লোকাল টাই ডাই, আইস ডাই, ইকো হাইপো, স্টোন ওয়াশসহ ব্যতিক্রমী ডেনিম কাপড় পোশাক দর্শক গ্রাহকদের আকর্ষণ করে। ২৭ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী অব্যাহত রাখবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন