ডিসেম্বরেই ভ্যাকসিন পাবে আমেরিকানরা?

বণিক বার্তা ডেস্ক

মার্কিন নিয়ন্ত্রক সংস্থা দ্বারা ফাইজার বায়োএনটেকের আবিষ্কৃত কভিড-১৯-এর ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন পেতে ন্যূনতম তিন সপ্তাহ লাগতে পারে। ধারণা করা হচ্ছে, সব ঠিক থাকলে ডিসেম্বরের শুরুতেই হয়তো আমেরিকানরা ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে প্রথম করোনার টিকা পেতে যাচ্ছে।  গত শুক্রবার আশার সঞ্চার হয় যখন ফাইজার বায়োএনটেক পর্যালোচনার জন্য তাদের ভ্যাকসিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে জমা দেয়। সবার আগে ট্রায়ালের চূড়ান্ত ফল ঘোষণা করা ফাইজার দাবি করেছে, বড় ধরনের সুরক্ষাজনিত সমস্যা ছাড়াই তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। সেই পরিপ্রেক্ষিতে আগামী -১০ ডিসেম্বর বাইরের সংক্রামক রোগের পরামর্শদাতাদের সঙ্গে বৈঠক ডেকেছে এফডিএ। কোনো জটিলতা দেখা না দিলে সেই মিটিংয়ের পর ছাড়পত্র পেতে পারে ভ্যাকসিনটি।

ব্রাউন ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথের ডিন আশিষ ঝা বলেন, ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদনের জন্য এফডিএর কয়েক সপ্তাহ লাগতে পারে। কিন্তু আমি আশা করছি ডিসেম্বর শুরু হচ্ছে সেই সময়, যখন আমরা ভ্যাকসিনের অনুমোদন দেখতে পাব এবং তারপর দ্রুতই সেটি বিতরণ করা যাবে।

বিশেষজ্ঞদের একজন জন টেইলর বলেন, সংস্থাকে যে পরিমাণ ডাটা বিশ্লেষণ করতে সময়কাল আমার অযৌক্তিক মনে হয় না।

দ্য গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন