৫ বছরের রফতানি প্রবৃদ্ধি ধরে রাখবে তুরস্ক

বণিক বার্তা ডেস্ক

টানা পাঁচ বছর ধরে তুরস্কের গম রফতানিতে প্রবৃদ্ধি বজায় রয়েছে। চলতি বছর শেষেও ধারাবাহিকতা বজায় থাকতে পারে। ২০২০ সাল শেষে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি আগের বছরের তুলনায় শতাংশের বেশি বেড়ে ৭০ লাখ টনের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে। খবর বিজনেস রেকর্ডার এগ্রিমানি।

গম রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় তুরস্কের অবস্থান নবম। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে তুরস্ক থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৬৮ লাখ টন গম রফতানি হতে পারে, যা আগের বছরের তুলনায় দশমিক ২৫ শতাংশ বেশি। গত বছর দেশটিতে থেকে সব মিলিয়ে ৬৪ লাখ টন গম রফতানি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে তুরস্ক থেকে কৃষিপণ্যটির রফতানি বাড়তে পারে চার লাখ টন।

টানা পাঁচ বছর ধরে তুরস্কের গম রফতানিতে প্রবৃদ্ধি বজায় রয়েছে। সর্বশেষ ২০১৪ সালে দেশটির গম রফতানিতে মন্দা ভাব দেখা গেছে। ওই বছর ৪০ লাখ ৫৯ হাজার টন গম রফতানি করেছিল তুরস্ক, যা আগের বছরের তুলনায় দশমিক ৬০ শতাংশ কম।

পরের দুই বছর তুরস্ক থেকে যথাক্রমে ৫৫ লাখ ৩১ হাজার ৬১ লাখ ৭৪ হাজার টন গম রফতানি হয়েছিল। ২০১৭ সালে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি বেড়ে দাঁড়ায় ৬১ লাখ ৯৪ হাজার টনে। ২০১৮ সালে তা আরো বেড়ে ৬৩ লাখ ৫০ হাজার টনে উন্নীত হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন